ফ্রান্সে ভারি বর্ষণে সৃষ্ট বন্যায় নিহত ৪

প্রকাশ : ২৫ নভেম্বর ২০১৯, ১৫:৩৯

সাহস ডেস্ক

ফ্রান্সের দক্ষিণপূর্বাঞ্চলে ভারি বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় কমপক্ষে ৪ জন সিহত হয়েছেন। এছাড়া উপদ্রুত অঞ্চলটিতে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে বলেও জানা গেছে।

স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

শুক্রবার (২২ নভেম্বর) থেকে আল্পস-ম্যারিটাইমস ও ভার অঞ্চলে প্রবল ঝড়বৃষ্টি শুরু হওয়ার পর থেকে দক্ষিণপূর্ব ফ্রান্সের বেশ কয়েকটি নদীর পানি বেড়ে বন্যা দেখা দেয়। বন্যায় ওই অঞ্চলের বহু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পাহাড়ি ঢলে বহু গাড়ি ও নৌকা ভেসে যায়। বহু সড়ক ডুবে যায় ও ক্ষতিগ্রস্ত হয়।

রবিবার (২৪ নভেম্বর) বন্যা পরিস্থিতি দেখতে ও উদ্ধারকাজ তদারকি করতে ফ্রান্সের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্তোফার কাস্তেনার ভার অঞ্চল পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত