ব্রেক্সিট ইস্যুতে মন্ত্রীর পদত্যাগ

প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০১৯, ১১:৫৬

ব্রেক্সিট ইস্যুতে এবার যুক্তরাজ্যের মন্ত্রিসভা থেকে পদত্যাগ করলেন দেশটির সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাম্বার রুড।

ব্রেক্সিটের সময় বাড়ানোর ব্যাপারে বিরোধের জেরে গত মঙ্গলবার কনজার্ভেটিভ পার্টির ২১জন আইনপ্রণেতাকে বরখাস্ত করেন প্রধানমন্ত্রী বরিস জনসন। এর বিপক্ষে নিজের শক্ত অবস্থানের জানান দিতেই পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান রাড।

চলতি বছরের মে মাসে ব্রেক্সিট ইস্যুতে সমঝোতায় পৌঁছাতে ব্যর্থ হয়ে প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ান থেরেসা মে। এরপর ব্রিটিশ প্রধানমন্ত্রী নির্বাচিত হন কট্টর ব্রেক্সিটপন্থী বরিস জনসন। আগামী ৩১ অক্টোবর নির্ধারিত সময়ের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়নের ঘোষণা দেন তিনি।

এরআগে, চুক্তিহীন ব্রেক্সিট এখনই না করার একটি বিল শুক্রবার ব্রিটেনের উচ্চকক্ষ হাউস অব লর্ডসে অনুমোদন পায়। ফলে আপাতত আটকে গেছে চুক্তিহীন ব্রেক্সিট।

বরিস জনসন যদি ব্রেক্সিট পিছিয়ে দিতে রাজি না হন, তাহলে আইনি ব্যবস্থা নেয়ার জন্য প্রস্তুতি নিতে শুরু করেছেন পার্লামেন্টের সদস্যরা, যাদের মধ্যে বরখাস্ত হওয়া টোরি এমপিরাও রয়েছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত