নাগরিকদের কাছ থেকে অস্ত্র কিনছে সরকার

প্রকাশ : ২০ জুন ২০১৯, ১৯:৫৯

সাহস ডেস্ক

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে হামলায় যে ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সে ধরনের স্বয়ংক্রিয় অস্ত্র উদ্ধারে কর্মসূচি নিয়েছে দেশটির সরকার।

গত ১৫ মার্চ মসজিদে ওই বর্বর হামলার ঘটনার কয়েক ঘণ্টার মধ্যে প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন প্রতিশ্রুতি দিয়ে বলেন, নিউজিল্যান্ডের অস্ত্র আইন কঠোর করা হবে এবং তার সরকার মাত্র তিন মাসের মধ্যে তা পরিবর্তন করেছে।

পুলিশ বিষয়ক মন্ত্রী স্টুয়ার্ট নাশ বলেন, বিক্রিত অস্ত্র ফের ক্রয়ের উদ্দেশ্য হচ্ছে দেশের জনগণের জন্য ঝুঁকিপূর্ণ এমন সব অস্ত্র উঠিয়ে নেওয়া। আল-নুর ও লিনউড মসজিদে হামলার পর অস্ত্র অপসারণের এমন সিদ্ধান্ত নেওয়া হয়।

অস্ত্রের লাইসেন্স রয়েছে এমন মালিকদের অস্ত্র জমা দেওয়ার জন্য ৬ মাস সময় বেধে দেওয়া হয়েছে। বেধে দেওয়া এ সময়ের মধ্যে যারা অস্ত্র জমা দেবে না তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। এছাড়া তাদের সর্বোচ্চ পাঁচ বছরের সাজা ভোগ করতে হবে।

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত