আফ্রিকায় বন্দুকধারীদের গুলিতে নিহত ১৩৪ মুসলিম আদিবাসী

প্রকাশ : ২৫ মার্চ ২০১৯, ১৫:৪২

সাহস ডেস্ক

পশ্চিম আফ্রিকার দেশ মালির মধ্যাঞ্চলে দুটি গ্রামে বন্দুকধারীদের গুলিতে কমপক্ষে ১৩৪ জন মুসলিম আদিবাসী নিহত হয়েছেন। নিহতরা ইসলাম ধর্মাবলম্বী ক্ষুদ্র আদিবাসী ফুলানি সম্প্রদায়ের মানুষ।

গত ২২ মার্চ (শনিবার) এ ঘটনা ঘটে।

স্থানীয় একজন মেয়র রয়টার্সকে এ তথ্য জানিয়েছেন। এ ঘটনাকে গণহত্যা হিসেবে অভিহিত করেছেন ওই মেয়র।

ব্যাংকার্স শহরের মেয়র মৌলাই গুইন্ডো বলেন, ‘ঐতিহ্যবাহী ডগন শিকারীদের পোশাক পরে ভোরে বন্দুকধারীরা হামলা চালায়। নিহতদের মধ্যে গর্ভবতী নারী, শিশু ও বৃদ্ধ রয়েছেন।’

বন্দুকধারীদের প্রধান লক্ষ্য ছিল ফুলানি সম্প্রদায়ের মানুষ। এ সম্প্রদায়ের মানুষের জীবিকা নির্বাহের প্রধান মাধ্যম পশু পালন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত