সামরিক অভ্যুত্থান হলেই বিরোধীতা করে যাবে তুরস্ক: এরদোগান

প্রকাশ : ২৬ জানুয়ারি ২০১৯, ১৩:২৯

সাহস ডেস্ক

‘বিশ্বের যেকোনো জায়গায় সামরিক অভ্যুত্থান হোক না কেন, তার বিরোধীতা করে যাবে তুরস্ক। মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে অভ্যুত্থানকারীদের সঙ্গে আজ পর্যন্ত কোনো কথা বলেননি’- বলেছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

২৫ জানুয়ারি (শুক্রবার) তুরস্কের পশ্চিমাঞ্চলীয় ইরজুরুম প্রদেশে ক্ষমতাসীন জাস্টিস ও ডেভলপমেন্ট পার্টির (একে) মেয়রপ্রার্থীরে জন্য প্রচার অভিযানে তিনি এসব কথা বলেন।

এরদোগান বলেন, ‘আমরা কখনোই অভ্যুত্থানের ষড়যন্ত্রকারীদের পক্ষ নেব না। এমন কোনো ইচ্ছাই আমাদের নেই। বিশ্বের যেকোনো দেশে এমনটা ঘটনা ঘটুক না কেন, আমরা তার বিরোধীতা করব।’

প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসির বিরুদ্ধে অভ্যুত্থানের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘মুরসির বিরুদ্ধে যারা অভ্যুত্থান করেছেন, আমরা তাদের বিরোধীতা করেছি। সেদিন থেকে অভ্যুত্থানের ষড়যন্ত্রকারীদের সঙ্গে আমি কোনো কথা বলেনি।’

ভেনিজুয়েলায় অভ্যুত্থান ষড়যন্ত্র চলছে বলে তিনি বলেন, ‘যদি আমরা গণতন্ত্রে বিশ্বাসী হই, তবে আমাদের ব্যালট বক্সে সম্মান দেখাতে হবে।’

গত ২৪ জানুয়ারি (বৃহস্পতিবার) ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে সংহতি প্রকাশ করেন তুরস্কের এই ইসলামপন্থী প্রেসিডেন্ট।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত