ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ’র ক্রীড়া উৎসব-২০২৩

শেষ হলো সদস্যদের সন্তান ও স্ত্রীদের ক্রীড়া ইভেন্ট

প্রকাশ : ২০ মে ২০২৩, ২১:৫৮

ক্রীড়া প্রতিবেদক
ছবি- সাহস

ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ-পিএলসির পৃষ্ঠপোষকতায় চলছে ‘ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৩’। আজ শনিবার এই প্রতিযোগিতার সদস্য সন্তানদের দৌড় ও সদস্য স্ত্রীদের মার্বেল দৌড় ইভেন্ট অনুষ্ঠিত হয়।

সদস্য স্ত্রীদের মার্বেল দৌড় প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছেন দৈনিক সংগ্রামের জাফর ইকবালের সহধর্মিনী ফারহানা আক্তার। দ্বিতীয় স্থান অধিকার করেন দেশ সংবাদের সায়ীদ আব্দুল মালিকের স্ত্রী বিলকিস আক্তার। আর তৃতীয় হন ডিবিসি চ্যানেলের বিজন কুমার দাসের স্ত্রী অঞ্জু দাস।

সদস্য সন্তান ১০ বছর বয়সী উর্ধ্ব ক্যাটাগরির ছেলেদের দৌড় ইভেন্টে প্রথম হন ভোরের আকাশের শামীম হাসানের পুত্র আতিক হাসান। এই ইভেন্টে দ্বিতীয় হন দৈনিক সমকালের অমরেশ রায়ের পুত্র অংকুর রায়। তৃতীয় স্থান অধিকার করেন জিটিভি’র সাজ্জাদ হোসেনের ছেলে সাফকাত হোসেন।

সদস্য সন্তান অনূর্ধ্ব-১০ বছর বয়সী ছেলেদের দৌড় ইভেন্টে প্রথম স্থান অধিকার করেন ইন্ডিপেডেন্ট টেলিভিশনের শায়লা রুখসানার পুত্র আবরার ইয়ামিন। এই বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করেন ডিবিসি চ্যানেলের বিজন কুমার দাসের পুত্র অংকন দাস। তৃতীয় স্থান অধিকার করেন দৈনিক সংগ্রামের জাফর ইকবালের পুত্র আখইয়ার আল ইকবাল (জায়ান)।

সদস্য সন্তান অনূর্ধ্ব-১০ বছর বয়সী মেয়েদের দৌড় ইভেন্টে প্রথম স্থান অধিকার করেন দেশ সংবাদের সায়ীদ আব্দুল মালিকের কন্যা সানদিহা জাহান দিবা। এই ইভেন্টে দ্বিতীয় স্থান অধিকার করেন দৈনিক সমকালের অমরেশ রায়ের কন্যা অর্শা রায়।

এরআগে, রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন পল্টন আউটার স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী পরিচালক (গেমস অ্যান্ড স্পোর্টস, মার্কেটিং) এফ এম ইকবাল বিন আনোয়ার ডন। ডিআরইউ’র সভাপতি মুরসালিন নোমানীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ক্রীড়া সম্পাদক মো. মাহবুবুর রহমান, সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম, সিনিয়র সদস্য কাজী শহীদুল আলম, বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রকিব মন্টু এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার (সংস্থাপন) মো. হেদায়েত উল্লাহ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত