ডিলিট দেয়া মেসেজও সংরক্ষণ করে টুইটার

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:২০

সাহস ডেস্ক

মাইক্রোব্লগিং সাইট টুইটার গ্রাহকদের পাঠানো মেসেজ সংরক্ষণ করে। এমনকি যেসব মেসেজ ডিলিট করা হয় সেগুলোও তারা সংরক্ষণ করে বলে জানিয়েছে ভারতীয় প্রযুক্তিভিত্তিক গণমাধ্যম গেজেটস নাউ।

নিরাপত্তা গবেষক সাইনি বলেন, কয়েক বছর আগের মেসেজ সংরক্ষণ করে রেখেছে টুইটার। এমনকি যেসব অ্যাকাউন্ট এরই মধ্যে বন্ধ হয়ে গেছে বা ডিলিট করা হয়েছে সেগুলোর মেসেজও এর মধ্যে রয়েছে।

তিনি আরও জানান, টুইটার গ্রাহকদের মেসেজ সংরক্ষণ করে রাখে এমন একটি ত্রুটি খুঁজে পেয়েছেন। প্রেরক এবং প্রাপক উভয়ের কাছ থেকে মেসেজ ডিলিট করে দিলেও তা সংরক্ষণ করে রাখে এই ত্রুটি। অর্থাৎ মেসেজ ডিলিট করলেও সেটা সম্পূর্ণভাবে মুছে যায় না।

প্রসঙ্গত, আগে চ্যাট থেকে আনসেন্ড ফিচারের মাধ্যমে মেসেজ ডিলিট করতে পারতেন টুইটার গ্রাহকরা। কিন্তু এখন শুধু নিজের অ্যাকাউন্ট থেকে মেসেজ ডিলিট করার সুযোগ পান তারা। অর্থাৎ প্রাপকের কাছে মেসেজ ঠিকই থেকে যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত