এমন ক্যাটাগরির মানুষ কী অন্যকোথাও আছে?

প্রকাশ : ১৪ জুন ২০২৩, ২১:১৬

রিয়াজুল হক
রিয়াজুল হক

সকালে একদিন বেনাপোল যাওয়ার উদ্দেশে খুলনা থেকে ট্রেনে উঠেছি। সাথে আরো চারজন আছেন। গল্প-গুজুবে আমাদের সময় ভালোই কাটছিল। যশোর পার হওয়ার পর হঠাৎ চিৎকার শুনতে পেলাম।

ষাটোর্ধ একজন মানুষ এবং আনুমানিক তিরিশ বছরের একজন রোগা যুবক ঝগড়া করছেন।

দুজনে নির্দিষ্ট একটি আসনে বসতে চান। এই বসা নিয়েই অকথ্য ভাষায় ঝগড়া শুরু করেছেন তারা। পারলে একজন আরেকজনের গায়ে হাত তোলে। দুজনই সমানে সমান। কেউ কাউকে ছাড় দিতে নারাজ। সহানুভূতি তো আরও অনেক পরের ব্যাপার।

প্রায় মিনিট বিশেক পরে চিৎকার বন্ধ হলো। তবে এরপর সেই নির্দিষ্ট আসনের সামনে এবং পিছনে দুজনে দাঁড়িয়ে থাকলো। 

আসন রইলো ফাঁকা। কিন্তু জেদের কারণে দুজনের কেউ সে আসনে আর বসলো না।  আবার দুজনের কেউ যে অন্য আসনে গিয়ে বসবে, তাও করল না। পুরো পথ দাঁড়িয়ে থেকেই তারা বেনাপোল এসে নামলো। 

এমন বিশেষ ক্যাটাগরির মানুষ অন্যকোথাও কী আছে? নিজেও খেতে পারেন না, আবার অন্যকেউ যাতে না খেতে পারে বা বসতে না পারে, তার জন্য নিরন্তর এবং অবিরাম চেষ্টা। 

 

  • লেখক: রিয়াজুল হক, যুগ্ম পরিচালক, বাংলাদেশ ব্যাংক।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত