অনিদ্রা দূর করতে যোগাসন

প্রকাশ : ৩০ আগস্ট ২০২১, ১৩:০৫

সাহস ডেস্ক

হাড় ভাঙা পরিশ্রমের পরেও রাতে একটানা ভাল ঘুম না হওয়া, বিছানায় এ পাশ-ও পাশ করেই রাতটুকু কাটিয়ে দেওয়া, ঘুমের ভাব থাকলেও ঘুম না আসা—এসব সমস্যা এখন জনে জনে। জীবনযাপনের জটিলতা ও খাদ্যাভ্যাসের অনিয়ন্ত্রণই অনিদ্রার অসুখকে ডেকে আনে বলে মত চিকিৎসকদের।

একটু নিশ্চিন্তের ঘুমের জন্য ওষুধ, ঘরোয়া উপায় বা খাদ্যাভ্যাসের পরিবর্তন—কতো কিছুই না করে থাকি আমরা। ঘুমের ওষুধ একটানা খেয়ে যাওয়া খুব ক্ষতিকর। তাই ফিটনেস বিশেষজ্ঞদের মতে, কিছু কিছু যোগব্যায়াম আয়ত্ত করতে পারলে অনিদ্রার অসুখ সারতে পারে সহজেই। ওষুধ বা ডায়েট ছাড়াও ঘুমের সমস্যাকে আয়ত্তে রাখা সম্ভব এই সব যোগাসনে।

যোগাসনের পদ্ধতি:

উপরের ছবির মতো চিত হয়ে টানটান করে শুয়ে পড়ুন। এবার কাঁধের সমান্তরাল করে হাঁটু ভাঁজ করুন। পায়ের পাতা দু’টো সামনের দিকে মুখ করে নমস্কারের ভঙ্গিতে জুড়ে দিন। পায়ের পাতাগুলো মেঝে ছুঁয়ে থাকবে। দুই হাত এবার মাথার দিকে লম্বালম্বি ছড়িয়ে দিন। হাতও মেঝেতেই থাকবে। কয়েক সেকেণ্ড এই অবস্থায় থাকুন। ১০-১৫ বারে এক একটা সেট তৈরি করুন। 

ঘুমের আগে নিয়মিত এই যোগাসনটি করলে অনিদ্রা দূর হয়।


সাহস২৪.কম/জিজি

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত