পরীক্ষার প্রস্তুতি: এনএসআই এর নিয়োগ পরীক্ষা

প্রকাশ : ২৫ জুলাই ২০১৯, ১২:০৩

❑❑প্রধানমন্ত্রীর কার্যালয় (NSI) এর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি- মান বণ্টন, পরীক্ষা/ প্রশ্নের ধরণ।

❑❑❑❑আবেদন প্রক্রিয়া:
➪➪➪কোন পোস্টে আবেদন করবেন ?

☞☞☞ এসিস্ট্যান্ট ডিরেক্টর হলো ফার্স্ট ক্লাস জব (Grade-09), অন্যদিকে ফিল্ড অফিসার হলো সেকেন্ড ক্লাস জব (Grade-10)। এখন কোনটাতে আবেদন করলে ভাল হবে আপনার জন্য, সেটা চিন্তা করে এপ্লাই করে ফেলুন।

➪➪➪যোগ্যতাঃ
দুটো পদেই এ যে কোন বিষয়ে অনার্স করেই আবেদন করা যাবে। 

➪➪➪কয় পোস্টে আবেদন করা যাবে ?
যেকোন এক পোস্টে আবেদন করা উচিত। কারণ এডি এবং ফিল্ড অফিসারের পরীক্ষা গতবার একই সময়ে হয়েছিল।
  
❑❑❑❑পরীক্ষা কয় মাস পরে হবে ?
গতবার বেশি সময় লাগে নি। এবারো বেশি সময় লাগবে না মনে হয়। ১/১.৫ মাসের মধ্যেই হয়ে যাবে আশা করি।

➪➪➪পরীক্ষার জন্য প্রস্তুতি:
প্রিলির জন্য আলাদাভাবে কোন সিলেবাস নেই, PSC Non-cadre প্রিলির সিলেবাস ফলো করলেই হবে। সেক্ষেত্রে Job Solution ই সেরা বিকল্প।
.
☞☞প্রিলির মানবন্টন:
মোট-১০০ নম্বর
১) বাংলা = ১০ নম্বর
২) ইংরেজি = ১০ নম্বর
৩) অংক = ১৫ নম্বর
৪) বাংলাদেশ বিষয়াবলী = ২০ নম্বর
৫) আন্তর্জাতিক বিষয়াবলী = ১৫ নম্বর
৬) দৈনন্দিন বিজ্ঞান = ১০ নম্বর
৭) কম্পিউটার ও তথ্য প্রযুক্তি = ১০ নম্বর
৮) বুদ্ধিমত্তা যাচাই অভীক্ষা (মানসিক দক্ষতা) = ১০ নম্বর
.
❑❑❑❑ লিখিত❑❑❑❑
*২০১৭ সালে প্রিলি রেজাল্টের ১ সপ্তাহ পরে লিখিত পরীক্ষা হয়েছিল।
*গনিত: বিসিএস টাইপ ম্যাথ থাকে।
*সংক্ষিপ্ত ও টিকা: গোয়েন্দা সংস্থা, সংগঠন, বিভিন্ন দেশের সমসাময়িক ঘটনা।
*NSI রিলেটেড নিয়ে একটি বিশদ লেখা।
*সাধারণ জ্ঞান এবং বিজ্ঞান বিষয়ে প্রশ্ন থাকে।
*প্রবলেম সলভ থাকে Analytical Type.
*English Short Question 

লিখিত পরীক্ষার প্রশ্নের ধরণ:

সহকারী পরিচালক (AD) - জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (লিখিত প্রশ্ন ২০১৫)

১। ম্যাথ ২ টা = ১৬ নম্বর
২। বাংলা গল্প = ১০ নম্বর (আংশিক দেওয়া ছিল সেটা শেষ করা)
৩। টীকা (বাংলা ও ইংলিশ) = ১০ নম্বর
৪। গোয়েন্দা সংস্থার নাম = ১০ নম্বর
৫। মাননীয় প্রধানমন্ত্রীর নেদারল্যান্ড সফর নিয়ে চুক্তি (ইংলিশ) = ৬ নম্বর
৬। জঙ্গিবাদ দমনে সরকারের সফলতা ও কি কি পদক্ষেপ নেওয়া উচিত (বাংলাদেশ) = ১০ নম্বর
৭। রোহিঙ্গ সমস্যা = ১০ নম্বর
৮। সুচির প্রেসিডেন্ট না হওয়ার কারন (ইংলিশ) = ৪ নম্বর
৯। মিয়ানমারের নির্বাচন = ৪ নম্বর।
১০। সাইবার ক্রাইম (ইংলিশ) = ১০ নম্বর।
১১। ভিআইপির নিরাপত্তা নিশ্চিত করতে এন এস আই-এর পরিচালকের ভূমিকা = ১০ নম্বর।

https://chakrirkhobor.net/nsi-teletalk-com-bd-admit-card/

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত