৬ জানুয়ারি: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ০৬ জানুয়ারি ২০১৯, ১২:১২

সাহস ডেস্ক

আজ ৬ জানুয়ারি, ২০১৯, রবিবার। ২৩ পৌষ, ১৪২৫ বঙ্গাব্দ। ২৯ রবিউস সানি ১৪৪০ হিজরি। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৬ষ্ঠ দিন। বছর শেষ হতে আরো ৩৫৯ (অধিবর্ষে ৩৬০) দিন বাকি রয়েছে। এক নজরে দেখে নিই ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনদের জন্ম-মৃত্যু দিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৯৫০ - ব্রিটেন কমিউনিস্ট চীনকে স্বীকৃতি দেয়।
১৯৭২ - মার্কিন পররাষ্ট্রমন্ত্রী সাইরাস ভ্যান্স হাঙ্গেরীয় হাজার বছরের প্রতীক সেন্ট স্টিফেনের মুকুট হাঙ্গেরীকে ফিরিয়ে দেয়।
১৯৯৬ - যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিসহ পূর্ব উপকূলে মারাত্মক তুষার ঝড়ে ১৫৪ জন নিহত, ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় তিনশ কোটি ডলার।
২০০১ - জর্জ ডব্লিউ বুশকে মার্কিন কংগ্রেস কর্তৃক নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা।

জন্ম
১৩৬৭ - ইংল্যান্ডের রাজা দ্বিতীয় রিচার্ড।
১৩৮৪ - এডমুন্ড হল্যান্ড ইংরেজ সাহিত্যিক।
১৪১২ - জোন অব আর্ক
১৭০৬ - বেঞ্জামিন ফ্রাঙ্কলিন, মার্কিন লেখক, রাজনীতিবিদ, সাংবাদিক, ও কূটনীতিবিদ।
১৯৫৯ - কপিল দেব, ভারতীয় ক্রিকেটের অন্যতম অলরাউন্ডার।
১৯৬৬ - এ আর রহমান, একজন ভারতীয় তামিল প্রবল জনপ্রিয় সঙ্গীত পরিচালক ।
১৯৭৩ - রুদ্রনীল ঘোষ, একজন ভারতীয় বাঙালী অভিনেতা

মৃত্যু
১৮৮৪ - গ্রেগর ইয়োহান মেন্ডেল,অস্ট্রিয় ধর্মযাজক ও বংশগতির প্রবক্তা।
১৯১৮ - গেয়র্গ কান্টর, একজন জার্মান গণিতবিদ ও দার্শনিক।
১৯১৯ - থিওডোর রুজ্‌ভেল্ট, মার্কিন যুক্তরাষ্ট্রের ২৬তম রাষ্ট্রপতি।
১৯৮০ - দিলীপকুমার রায়, বাঙালি সঙ্গীতজ্ঞ, সঙ্গীতালোচক, গীতরচয়িতা, সুরকার ও গায়ক।
১৯৮৪ - আঙুর বালা, বাঙালি গায়িকা এবং মঞ্চাভিনেত্রী।
১৯৮৯ - সৎবন্ত সিংহ, ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দেহরক্ষী, হত্যাকারী।
২০০৪ - সুমিতা দেবী, বাংলাদেশের প্রথিতযশা চলচ্চিত্র শিল্পী।

দিবস ও অন্যান্য
বাংলাদেশ কৃষি শুমারী দিবস।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত