২৭ ফেব্রুয়ারি: ইতিহাসের এই দিনে

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০১৮, ১৭:২৭

সাহস ডেস্ক

২৭ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার। ১৫ ফাল্গুন, ১৪২৪ বঙ্গাব্দ। গ্রেগরিয়ান বর্ষপঞ্জী অনুসারে বছরের ৫৮ তম (অধিবর্ষে ৫৯ তম) দিন। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি
১৫০৯ - ব্রাজিলের ওপর পর্তূগালের দীর্ঘমেয়াদী কর্তৃত্ব শুরু হয়।
১৫৫৭ - লন্ডনে রাশিয়ার দূতাবাস কাজ শুরু করে।
১৭০১ - পোলান্ড ও সুইডেনের মধ্যে ৬ দিনের যুদ্ধ সংঘটিত হয়।
১৮৪৪ - ডোমিনিকান প্রজাতন্ত্রের ওপর হাইতির দখলদারিত্বের অবসান ঘটে এবং দেশটি স্বাধীনতা লাভ করে।
১৮৬৫ - মিসৌরিতে গৃহযুদ্ধ শুরু হয়।
১৮৭৪ - ব্রিটেনে প্রথম বেসবল খেলা শুরু হয়।
১৯০০ - ম্যাকডোনাল্ডের নেতৃত্বে ব্রিটিশ লেবার পার্টি প্রতিষ্ঠা।
১৯৪২ - জাপানী জঙ্গী বিমানগুলো মিত্র বাহিনীর জাহাজগুলোর ওপর বোমা বর্ষণ শুরু করে।
১৯৭৩ - বাংলাদেশ আণবিক শক্তি কমিশন গঠিত হয়।
১৯৯১ - প্রথম তত্ত্বাবধায়ক সরকারের অধীনে বাংলাদেশের ৫ম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত এবং এই নির্বাচনে বিএনপি জয়লাভ করে।
২০০৪ - বাংলা একাডেমিতে অনুষ্ঠিত একুশে বইমেলা থেকে ফেরার পথে জামায়াতুল মুজাহেদিন বাংলাদেশ নামক ইসলামী জঙ্গি সংগঠনের আক্রমণের শিকার হন বাংলাদেশী ভাষাবিজ্ঞানী, সাহিত্যক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হুমায়ুন আজাদ।
 
জন্ম
১৮৮১ - লাউৎসেন এখবার্টস ইয়ান ব্রাউয়ার, ওলন্দাজ গণিতবিদ।
১৯৪০ - ভি বিশ্বনাধন, ভারতীয় চিত্রশিল্পী।
 
মৃত্যু
১৯৩৬ - বিখ্যাত রুশ চিকিৎসক ও জীব বিজ্ঞানী আইভান পেট্রোভিচ পাভলভ মারা যান।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত