রবিবার বৃষ্টি হতে পারে: আবহাওয়া অধিদফতর

প্রকাশ : ১১ মে ২০১৯, ১৭:৪২

সাহস ডেস্ক

তীব্র তাপদাহ কেটে আগামীকাল রবিবার বিকাল থেকে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ ছাড়া সোমবার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি বৃদ্ধি পেতে পারে।

আবহাওয়া অধিদফতর বলছে, শনিবার বৃষ্টি হওয়া বা তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। তবে আগামীকাল রবিবার রাতে বা তারপরে বৃষ্টি হতে পারে।

শুধু রাজধানী না, নোয়াখালী ও দিনাজপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ অবস্থা অব্যাহত থাকতে পারে বলে জানাচ্ছে আবহাওয়া অধিদফতরের শনিবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস।

এ বিষয়ে আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, ঢাকা শহরে আগামীকাল রাতে বা তার পরে বৃষ্টি হতে পারে। তবে আগামীকালের পর দেশের আরও অনেক জায়গাতে বৃষ্টি হতে পারে। বৃষ্টি হলে তখন তাপমাত্রাও কমবে।

শনিবার সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসের তথ্য অনুযায়ী, দেশের উত্তর-পশ্চিমাংশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। অন্য জায়গায় তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রাও প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত