খুলনার উপকূলীয় অঞ্চল কয়রায় প্রচণ্ড ঝড়

প্রকাশ : ০৩ মে ২০১৯, ১৭:১৬

সাহস ডেস্ক

খুলনা সদর থেকে সড়ক পথে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে উপকূলীয় কয়রা অঞ্চলে আকাশ কালো হয়ে প্রচণ্ড ঝড় বইতে শুরু করেছে।

খুলনার আবহাওয়াবিদ আমিরুল আজাদ বলেন, ফণীর অগ্রভাগের প্রভাব পড়েছে উপকূল এলাকায়। এতে কয়রায় ঝড়ো হাওয়া বইছে ও বৃষ্টিপাত হচ্ছে।

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে এর মধ্যে জোয়ারের পানি স্বাভাবিক উচ্চতার চেয়ে কয়েক ফুট বেড়ে গেছে। এতে কয়রার কিছু জায়গায় বাঁধ উপচে লোনা পানি লোকালয়ে ঢুকে পড়ছে।

‘ফণী’ ঘূর্ণিঝড়টি এখন মোংলা সমুদ্রবন্দর থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছে। আজ মধ্যরাত এটা খুলনার উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে ইতিমধ্যে আবহাওয়া অবনতি হতে শুরু করেছে। দুপুর নাগাদ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।’

সাহস২৪.কম/ইতু

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত