বর্তমান সরকার নদী রক্ষায় বদ্ধ পরিকর : পানি সম্পদ উপমন্ত্রী

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:১৩

টাঙ্গাইল প্রতিনিধি

পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেছেন, বর্তমান সরকার নদী রক্ষায় বদ্ধ পরিকর। দেশের সার্বিক উন্নয়ন করতে হলে বাংলাদেশের নদ নদী ও এর তীরবর্তী মানুষকে রক্ষা করতে হবে। তাই সরকার নদী ভাঙ্গন রোধের পাশাপাশি নদীর নাব্যতা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে।

তিনি সোমবার (০৪ ফেব্রুয়ারি) টাঙ্গাইলের নাগরপুরে যমুনা নদীর ভাঙ্গন কবলিত এলাকা ও ধলেশ্বরী নদীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শনে এসে এসব কথা বলেন।

তিনি আরো বলেন, বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর থেকেই বর্ষা মৌসুম শুরু হওয়ার পূর্বেই কিভাবে নদী ভাঙ্গন রোধ করা যায় সে লক্ষ্যে কাজ করছে।

পরে উপমন্ত্রী নাগরপুর ও দেলদুয়ার উপজেলার মাঝ দিয়ে বয়ে যাওয়া ধলেশ্বরী নদীর ড্রেজিং কার্যক্রম দেখতে যান।

এ সময় মন্ত্রীর সাথে ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক মাহফুজুর রহমান, প্রকল্প পরিচালক এস এম শফিকুল হক, নাগরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলাম, দেলদুয়ার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসা. নাদিরা আখতার, নাগরপুর উপজেলা
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. কুদরত আলী, দেলদুয়ার উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. ফজলুল হক, সাধারণ সম্পাদক এম শিবলী সাদিকসহ অনেকে।

সাহস২৪.কম/রিয়াজ

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত