টানা ৬ দিন বন্ধ থাকার পর হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি চালু

প্রকাশ : ২৬ অক্টোবর ২০২৩, ১৬:৩৯

হিলি প্রতিনিধি
ছবি: সাহস

শারদীয় দুর্গা পুজা উপলক্ষে টানা ৬ দিন বন্ধ থাকার পর আজ বৃহস্পতিবার সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে পণ্য আমদানি-রফতানি পুনরায় চালু হয়েছে। ফলে টানা ছুটি শেষে বন্দরের আমদানি-রফতানি পুনরায় চালু হওয়ায় বন্দর এলাকায় আবারও চাঞ্চল্য ফিরে এসেছে।

ভারতীয় ব্যবসায়ীদের আবেদনের কারণে দুর্গা পুজা উপলক্ষে গত ১৯ আক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত টানা ৬ দিন বন্ধ ছিল হিলি স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি। তবে সরকারী ছুটির দিন ছাড়া বন্দরের অভ্যন্তরে ট্রাকে পণ্য ওঠা-নামা ও ছাড় করণের কাজ স্বাভাবিক ছিল।

আমদানি-রফতানি পুনরায় চালু হওয়ায় শ্রমিকরা বন্দরে প্রবেশ করে কাজে যোগদান করেছে। সেই সাথে দেশের বিভিন্ন প্রান্ত থেকে পণ্য পরিবহনে আসা ট্রাক গুলোও বন্দরের বিভিন্ন পয়েন্টে ভিড়তে শুরু করেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত