লক্ষ্মীপুরে শেখ রাসেলের জম্মদিন পালন

প্রকাশ : ১৮ অক্টোবর ২০২২, ১৪:৪৪

ফয়েজুর রহমান রকি

শেখ রাসেল নির্মলতার প্রতীক, দুরন্ত প্রাণবন্ত নির্ভীক প্রতিপাদ্যে লক্ষ্মীপুরে নানা আয়োজনে শেখ রাসেল দিবস ২০২২ পালিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে শেখ রাসেলের ৫৯তম জম্ম বার্ষিকী ও জাতীয় দিবস পালন করা হয়। এ উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকালে একটি র‌্যালি শহর প্রদক্ষিণ করে, পরে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে রাসেলের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কেক কাটা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন এমপি, পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু প্রমুখ। এসময় জেলার বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ ও বিপুল সংখ্যক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ রাসেল ডিজিটাল ল্যাব ও শেখ রাসেল স্কুল অব ফিউচার উদ্বোধন করেন। যা প্রজেক্টেরের মাধ্যমে সম্প্রচার করা হয়।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত