নতুন কোনো রোহিঙ্গাকে দেশে ঢুকতে দেওয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:৫৫

নিজস্ব প্রতিবেদক
ছবি : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

নতুন কোনো রোহিঙ্গাকে বাংলাদেশে ঢুকতে দেওয়া হবে না বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

বুধবার (১৪ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। জাতিসংঘ অধিবেশনে রোহিঙ্গা ইস্যু তুলে ধরা হবে বলেও জানান তিনি।

জাতিসংঘের ৭৭তম সাধারণ পরিষদের অধিবেশনে প্রধানমন্ত্রীর যোগদান উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, এখন মিয়ানমারে কিছুটা সংঘাত হচ্ছে। আরাকান বাহিনী ও মিয়ানমারের আর্মিদের মধ্যে সংঘাত চলছে। সেটা নিয়ে তারা ঝামেলায় আছে।

তিনি বলেন, মিয়ানমার সীমান্ত সিল করে দেওয়া হয়েছে, যেন কোনো রোহিঙ্গা ঢুকতে না পারে। জাতিসংঘের সাধারণ অধিবেশনে আমরা রোহিঙ্গা ইস্যু তুলে ধরবো।

সাহস২৪.কম/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত