লক্ষ্মীপুরে খোলা বাজারে ‘ওএমএস’ এর চাল বিক্রি শুরু

প্রকাশ : ০১ সেপ্টেম্বর ২০২২, ১৬:৩০

লক্ষ্মীপুরে খোলা বাজারের ‘ওএমএস’ এর চাল বিক্রি শুরু হয়েছে। বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) সকালে পৌর শহরের মটকা মসজিদ এলাকা ‘ওএমএস’ এর চাল বিতরণ কার্যক্রম উদ্ধোধন করেন জেলা প্রশাসক মো. আনোয়ার হোছাইন আকন্দ।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, জেলা পুলিশ সুপার মো. মাহফুজ্জামান আশরাফ, পৌসভার মেয়র মোজাম্মেল হায়দর মাসুম ভূইয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাউদ্দিন টিপু, জেলা খাদ্য নিয়ন্ত্রক ম্যাং মারমা, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোস্তফা কামাল প্রমূখ।

প্রতিদিন জেলায় ১৮টি ডিলারের মাধ্যমে ৭ হাজার ৬শ পরিবার ৩০ টাকা কেজিতে ৫ কেজি  চাল নিতে পারবেন। এছাড়া টিসিবির কার্ডধারীরা অগ্রাধিকার পাবেন। তারাও প্রতিমাসে দুই বার ‘ওএমএস’ এর চাল কেনার সুযোগ পাবেন বলে জানিয়েছেন জেলা খাদ্য কর্মকর্তা ম্যাং মারমা।

তিনি জানান, বন্ধের দুইদিন ছাড়া সপ্তাহে ৫ দিন সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ডিলারের কাছ থেকে এ চাল নিতে পারবেন সুবিধাভোগীরা। জেলায় ১ লাখ ১৫ হাজার টিসিবি কার্ডধারী রয়েছেন। তবে এই ‘ওএমএস’ এর মাধ্যমে খোলা বাজারে চাল নিতে পারবেন সর্বস্তরের মানুষ।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত