গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে ৫ শ্রমিক নিহত

প্রকাশ : ২২ জুলাই ২০২২, ০৯:৩৬

গোপালগঞ্জ প্রতিনিধি
ছবি : গোপালগঞ্জে ট্রেন দুর্ঘটনা।

গোপালগঞ্জের কাশিয়ানির কাঠামধরবস্ত এলাকায় ট্রেনে কাটা পড়ে পাঁচজন শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের ডিএডি আবুল কালাম আজাদ এ তথ্য নিশ্চিত করেছেন।

দুর্ঘটনায় মারা যাওয়া ব্যক্তিরা হলেন ওই উপজেলার পারুলিয়া ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের বিজয় মৃধার ছেলে সুজয় মৃধা (৩৫), নীরোদ দাসের ছেলে পরিতোষ দাস (৩০), রবিন বিশ্বাসের ছেলে অমৃত বিশ্বাস (৩৫), মহের বিশ্বাসের ছেলে হীরামন বিশ্বাস (৪৫) এবং পারুলিয়া গ্রামের মালেক সিকদারের ছেলে রাজ্জাক সিকদার (৪০)। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও তিনজন ভর্তি রয়েছেন।

আবুল কালাম আজাদ বলেন, রাত সাড়ে ৯ টার দিকে নির্মাণ কাজের কংক্রিট মিক্সার মেশিন নিয়ে কয়েকজন শ্রমিক রেল ক্রসিং করছিলেন। এসময় রাজশাহী থেকে ছেড়ে আসা টুঙ্গিপাড়া এক্সপ্রেস মেশিনকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ৫ শ্রমিক মারা যান। এ ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিস, কাশিয়ানী থানা পুলিশ ও স্থানীয়রা উদ্ধার অভিযান পরিচালনা করেছে।

সাহস২৪.কম/এসএস

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত