কক্সবাজারে ৬ কোটি ৪০ লাখ টাকার মাদকসহ দুই রোহিঙ্গা আটক

প্রকাশ : ২৮ এপ্রিল ২০২২, ১৫:২৯

সাহস ডেস্ক

কক্সবাজারের টেকনাফ থেকে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) ছয় কোটি ৪০ লাখ টাকা মূল্যের ১ কেজি চার গ্রাম ক্রিস্টাল মেথ ও ৪০ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

আটক ব্যক্তিরা হলেন- কক্সবাজারের টেকনাফ উপজেলার জাদিমোড়া ক্যাম্পের বাসিন্দা আবুল কাশেমের ছেলে সিরাজুল ইসলাম (২৮) ও কক্সবাজারের জাদিমোড়া ক্যাম্পের ফারুক আহমেদের ছেলে সৈয়দ সালাম (৩৮)।

বিজিবি-২ এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি-২ এর একটি দল নাফ নদীর তীরে জালিয়ারদ্বীপে অভিযান চালিয়ে মাদকসহ দুজনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে মোবাইল ফোন, মাছ ধরার জাল ও নৌকা জব্দ করেছে বিজিবি। খালিদ বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সাহস২৪.কম/এএম/এসকে.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত