সীতাকুণ্ডে যাত্রীবাহী চলন্তবাসে আগুন

প্রকাশ : ১৫ মার্চ ২০২২, ১৬:১৮

সাহস ডেস্ক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকায় একটি চলন্তবাসে আগুন লেগেছে। এ ঘটনায় কেউ হতাহত না হলেও বাসটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে বাড়বকুণ্ড স্কুলের সামনে ‘নিউ এডিশন’ নামে যাত্রীবাহী চলন্ত বাসটিতে আগুন ধরে যায়। এতে যাত্রীরা দ্রুত বাস থেকে নেমে পড়েন।

এক পর্যায়ে মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রথমে স্থানীয় এলাকাবাসী আগুন নেভানোর চেষ্টা করে। পরে খবর পেয়ে কুমিরা ও সীতাকুণ্ড থেকে ফায়ার সার্ভিসের দুটি গাড়ি পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

ফায়ার সার্ভিসের সীতাকুণ্ড স্টেশনের সিনিয়র অফিসার মো. নুরুল আলম দুলাল জানান, বাসের চালক ও সহকারীরা জানিয়েছেন, বাসের ইঞ্জিন অতিরিক্ত গরম হয়ে যাওয়ার কারণে আগুনের সূত্রপাত।

তিনি আরো জানান,আমরা দুপুর ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে ৩৫ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হয়েছি। তবে বাসটির অধিকাংশ পুড়ে গেছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত