বাস-ট্রেনের সংঘর্ষে নিহত বেড়ে ৪

প্রকাশ : ২৭ ডিসেম্বর ২০২১, ১৫:১৩

সাহস ডেস্ক

নারায়ণগঞ্জ সদর উপজেলার ১ নম্বর রেলগেট এলাকায় রেলক্রসিংয়ের সময় বাস ও ট্রেনের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ৪ জন দাঁড়িয়েছে।

গতকাল রবিবার (২৬ ডিসেম্বর) দুর্ঘটনাস্থলে দুজনের মৃত্যুর পর ওই দিন রাতেই সাব্বির নামের এক শিশু মারা যায়। আর আজ সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মেজবাহ উদ্দিন (৬৫) নামের একজন মারা যান।

রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে নারায়ণগঞ্জ শহরের ১ নম্বর রেলগেট এলাকায় যানজটে আটকে থাকা বাসে একটি ট্রেন এসে সজোরে ধাক্কা দেয়। এতে বাসটি ২০ থেকে ২৫ গজ দূরে ছিটকে দুমড়েমুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আহত অবস্থায় মেজবাহ উদ্দিনকে গতকাল রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ সকাল সাতটায় তিনি মারা যান।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

রেলের হিসাব মতে, ২০১৪ সাল থেকে গত বছর পর্যন্ত ৬ বছরে রেলে দুর্ঘটনায় মারা গেছেন ১৭৫ জন। এর মধ্যে ১৪৫ জনই প্রাণ হারিয়েছেন রেলক্রসিংয়ে। গত বছর মারা গেছেন ৩৪ জন। এর মধ্যে ৩৩ জনেরই মৃত্যু হয়েছে রেলক্রসিংয়ে। অবশ্য এ হিসাবে, রেললাইনে কাটা পড়ে মারা যাওয়া ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয় না।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত