৯৯৯ এ কল দিয়ে বঙ্গোপসাগরে আটকে যাওয়া ১৭ জেলে উদ্ধার

প্রকাশ : ০৪ আগস্ট ২০২১, ১৬:২৭

সাহস ডেস্ক

বঙ্গোপসাগরে কুতুবদিয়া থেকে ০৫ কিলোমিটার দূরে ইঞ্জিন বিকল হয়ে যাওয়ায় আটকে যায় ‘তামান্না মুন্সী-৪’ নামের একটি ফিশিং বোট। জানা গেছে এই অবস্থায় তিন দিন ধরে ভাসতে থাকে বোটটি। গতকাল মঙ্গলবার (০৩ আগস্ট) মোবাইল ফোনে নেটওয়ার্ক পাওয়ার পর জরুরি সেবা ‘৯৯৯’ এ কল করেন বোটের মাস্টার। পরে ভাসমান এই ১৭ জেলেকে উদ্ধার করে বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা। 

নৌবাহিনী সূত্রে জানা যায়, উদ্ধারকৃত জেলেদের প্রাথমিক চিকিৎসা দিয়ে আজ সকালে হস্তান্তর করা হয় বোটের মালিকের কাছে। এর সঙ্গে ফিশিং বোটটিকে টেনে কুতুবদিয়া চ্যানেলের কাছে নিয়ে আসে বাংলাদেশ নৌবাহিনীর উদ্ধারকারী জাহাজ।

উল্লেখ্য, ফিশিং বোটটি নিয়ে গত ১ আগস্ট ১৭ জন জেলে মাছ ধরতে সমুদ্রে যায়। গভীর সমুদ্রে বোটটির ইঞ্জিন বিকল হয়ে পড়ে। তিন দিন ভাসমান থাকার পর গত মঙ্গলবার তারা মোবাইল নেটওয়ার্ক পান। তখন বোটের মাস্টার জরুরি সেবা নম্বর ৯৯৯ এ ফোন করে জানান। জরুরি সেবা থেকে নৌবাহিনীকে জানানো হলে তাদের উদ্ধার করে উদ্ধারকারী জাহাজ ‘অনুসন্ধান’।

সাহস২৪.কম/এসটি/এসএ.

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত