দেশে ফিরলেন ভূমধ্যসাগরে উদ্ধার ১৭ বাংলাদেশি

প্রকাশ : ০২ জুলাই ২০২১, ১৭:০৯

সাহস ডেস্ক

ইন্টারন্যাশনাল অরগানিজেশন ফর মাইগ্রেশন (আইএমও) এবং বাংলাদেশ সরকারের সমন্বয়ের মাধ্যমে তিউনিসিয়া থেকে দেশে ফিরলেন ১৭ বাংলাদেশি। ইন্টারন্যাশনাল অরগানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) এ তথ্য জানিয়েছে।

বুধবার (৩০ জুন) ওই ১৭ অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশিকে নিয়ে একটি ফ্লাইট তিউনিসিয়া থেকে রওনা দিয়ে গতকাল বৃহস্পতিবার (১ জুলাই) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

জানা গেছে, আইওএম ও বাংলাদেশ সরকারে যৌথ প্রচেষ্টায় তাদের দেশে ফেরত আনা হয়েছে। ভূমধ্যসাগর থেকে উদ্ধারের পর এসব বাংলাদেশি অভিবাসনপ্রত্যাশীকে তিউনিসিয়া থেকে বাংলাদেশে পাঠানো আগে স্বাস্থ্য পরীক্ষা করা হয়েছে।

এ ছাড়া দেশে ফেরার পর বিমানবন্দর থেকে বাড়ি যাওয়ার যাতায়াত খরচও দিয়ে দেয়া হয়েছে তাদের। এসব বাংলাদেশিকে ফেরাতে তিউনিসিয়ার সরকারসহ লিবিয়ায় বাংলাদেশ দূতাবাসের সঙ্গে নিবিড়ভাবে কাজ করেছে আইওএম।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত