গোমস্তাপুরে পুকুরে ডুবে জমজ দুই শিশুর মৃত্যু

প্রকাশ : ২৮ জুন ২০২১, ২০:০২

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার সদর ইউনিয়নের গুচ্ছগ্রামের সরকারী পুকুরের পানিতে ডুবে আব্দুর রহমান ও আবদুল্লাহ নামে আড়াই বছর বয়সী জমজ দুই শিশু মারা গেছে। রবিবার (২৭ জুন) দুপুর দেড়টার দিকে সদর ইউনিয়নের দোষিমনি কাঁঠাল গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

শিশু দু'জন ওই গ্রামের বাসিন্দা রাজমিস্ত্রী শহিদুল ইসলামের ছেলে।

শহিদুল ইসলাম জানান, রবিবার দুপুর সোয়া ১টার দিকে দুই ভাই বাড়ির নিকটেই খেলছিল। বাড়িতে তার স্ত্রী আলিমা বেগম (২০) রান্না করছিলেন। এ সময় সকলের অগোচরে শিশু দুই জন বাড়ির প্রায় ১শ গজ দুরে পুকুরের নিকট চলে যায় এবং দুজনেই পানিতে পড়ে যায়। এর পরপরই শিশু দু'জনকে গ্রামের লোকজন পুকুরে ভাসমান দেখে তাদের খবর দেয়। পরে তারা দ্রুত ছুটে গিয়ে শিশু দু'জনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা দুই শিশুকেই মৃত ঘোষণা করেন।

সোমবার (২৮ জুন) গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) দিলিপ কুমার দাস ঘটনাটি নিশ্চিত করেছেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত