বাংলাদেশের সঙ্গে সম্পর্ক তৈরিতে আগ্রহী ইসরায়েল

প্রকাশ : ২৪ মে ২০২১, ০২:২৯

সাহস ডেস্ক

সম্প্রতি বাংলাদেশের নতুন পাসপোর্টে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। এতদিন পাসপোর্টে লেখা থাকতো “এই পাসপোর্টটি ইসরায়েল ছাড়া পৃথিবীর সব দেশের জন্য বৈধ”। তবে নতুন পাসপোর্টে “ইসরায়েল ছাড়া” শব্দ দু’টি বাদ দেওয়া হয়েছে। এর স্থলে লেখা হয়েছে, “এই পাসপোর্টটি পৃথিবীর সব দেশের জন্য বৈধ।” 

মূলত পাসপোর্টের এই পরিবর্তনকেই কেন্দ্র করে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিষয়টি সামনে এনেছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ডেপুটি ডাইরেক্টর জেনারেল গিলাড কোহেন।

রবিবার (২৩ মে) এক টুইটবার্তায় তিনি বলেন, দুই দেশের মানুষের “উন্নতি ও সমৃদ্ধির” জন্য এ সম্পর্ক প্রয়োজন।

টুইটে গিলাড কোহেন বলেন, বড় খবর! বাংলাদেশ ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। এটি স্বাগত জানানোর মতো পদক্ষেপ এবং আমাদের দু'দেশের মানুষের উন্নতি ও সমৃদ্ধির জন্য ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে বাংলাদেশ সরকারকে এগিয়ে আসতে বলবো।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত