শিবগঞ্জে রাসায়নিক দিয়ে পাকানো ২৫ মন আম ধ্বংস

প্রকাশ : ২০ মে ২০২১, ১৯:১০

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ থানা ভবন কম্পাউন্ডে ক্ষতিকর রাসায়নিক দিয়ে পাকানো প্রায় ২৫ মন লখনা আম পিষে ধ্বংস করা হয়েছে। 

২০'মে (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১১টার দিকে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মিঠুন মৈত্র'র উপস্থিতিতে আমগুলো ধ্বংস করা হয়।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদ হোসেন বলেন, গত দু'দিন পূর্বে আমগুলো উপজেলার দাইপকুরিয়া ইউনিয়নে একটি ট্রাক্টর ট্রলি থেকে জব্দ করেন উপজেলা নির্বাহী অফিসার সাকিব-আল-রাব্বি। এসময় আম ও ট্রলি ফেলে মালিক পালিয়ে যায়। পরে তাদের খোঁজ মেলেনি।

ওসি এ ব্যাপারে অনান্যদের সতর্ক করে আরও বলেন, অসময়ে অপরিপক্ক আম গাছ থেকে পাড়া,বাজারজাত করা ও বিশেষ করে নিষিদ্ধ রাসায়নিক দিয়ে পাকানোর বিরুদ্ধে প্রশাসন কঠোর ব্যবস্থা নিবে। তিনি আশা করেন,এ ব্যাপারে সকলে সাবধান হবেন। 

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত