স্বাস্থ্যবিধি মানাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার নির্দেশ

প্রকাশ : ১৫ মার্চ ২০২১, ১৭:৩৫

সাহস ডেস্ক

অতিরিক্ত আত্মবিশ্বাস ও স্বাস্থ্যবিধি না মানায় করোনায় আক্রানের সংখ্যা বাড়ছে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেন, স্বাস্থ্য বিধি না মেনে চলাচল করা, নোমাস্ক নো সার্ভিস না মানা, এবং মাত্রাতিরিক্ত সামাজিক অনুষ্ঠানে অংশ নেওয়ায় বাড়ছেকরোনা ভাইরাস।

সোমবার (১৫ মার্চ) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের উদ্যোগ বিষয়ক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এই কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমরা করোনা নিয়ে উদ্বিগ্ন। ইতোমধ্যে হাসপাতালসহ বিভিন্ন স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে উদ্ভূত পরিস্থিতি সামাল দেওয়ার জন্য ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমাদের হাসপাতালগুলোতে ওষুধ ও অক্সিজেনের কোনও স্বল্পতা নেই।

তিনি বলেন, দেশের বিভিন্ন পর্যটন এলাকায় মানুষের ভিড় বাড়ছে। পাশাপাশি বিভিন্ন সামাজিক অনুষ্ঠানও বেড়েছে। এসব জায়গায় স্বাস্থ্যবিধি মানার কোনও লক্ষণ নেই। এসব জায়গায় গেলে মনে হয়, দেশে করোনা নেই।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত