শ্রম আইন বাস্তবায়নের দাবি হোটেল শ্রমিক ইউনিয়নের

প্রকাশ : ১৩ মার্চ ২০২১, ১৬:৩৭

সাহস ডেস্ক

শ্রমিকনেতা আবুল কালাম আজাদ-এর ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন কুলউড়া উপজেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ মার্চ) সন্ধ্যায় কুলাউড়া রেলওয়ে ক্লাব মিলনায়নতনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এই আলোচনা সভায় সভাপতিত্ব করেন হোটেল শ্রমিক ইউনিয়ন কুলাউড়া উপজেলা কমিটির সভাপতি মোঃ ছায়েদ মুন্সী। প্রয়াত আবুল কালাম আজাদ-এর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালনের মাধ্যমে সভা শুরু হয়।

ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আশিক খানের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোস্তফা কামাল।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের কুলাউড়া উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সুমন মিয়া, কোষাধ্যক্ষ জাকারিয়া আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, প্রয়াত আবুল কালাম আজাদ আমৃত্যু হোটেল শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিজেকে আত্মনিয়োগ করেছিলেন। এমনি কি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পরও যতদিন সচল ছিলেন ততদিন সংগঠনের কর্মসূচিতে অংশগ্রহণ করেছেন।

বক্তারা আরো বলেন, মহান মে স্ববেতনে সর্বাত্মক ছুটি কার্যকর, হোটেল সেক্টরে সরকার কর্তৃক নিম্নতম মজুরি ঘোষণা, রমজান মাসে বিনা বেতনে শ্রমিক ছাঁটাই বন্ধ, ঈদ উৎসব বোনাস আদায়, বেআইনী ছাঁটাই বন্ধসহ তার নেতৃত্বে সিলেট বিভাগে অসংখ্য আন্দোলন সংগ্রামে হোটেল শ্রমিকরা দাবি আদায় করতে সমর্থ হয়। এছাড়াও অনেক স্থানীয় ও জাতীয় আন্দোলন সংগ্রামে তিনি উল্লেখযোগ্য ভূমিকা রেখে গেছেন। তার অসমাপ্ত সংগ্রাম অগ্রসর করে নেওয়ার দায়িত্ব তার উত্তরসূরী হিসেবে আমাদের পালন করতে হবে।

সভা থেকে চাল, ডাল, তেল, লবন, চিনি, পিয়াজসহ নিত্যপণ্যের মূল্য কমানো, রমজান মাসে শ্রমিক ছাঁটাই বন্ধ, ঈদের আগে বেতন বোনাস প্রদান, মহান মে দিবসে স্ববেতনে ছুটি, বাজারদরের সাথে সংগতিপূর্ণ নিম্নতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, সরকার ঘোষিত নিম্নতম মজুরির গেজেট কার্যকর, শ্রমিকদের জন্য রেশনিং চালু, ৮ ঘন্টা কর্ম দিবস, নিয়োগ পত্র, পরিচয় পত্রসহ শ্রম আইন বাস্তবায়ন করার দাবি জানানো হয়।

সভা থেকে আগামী ২ এপ্রিল মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন এর ৫ম সম্মেলন সফল করার জন্য সর্বস্তরের হোটেল শ্রমিকদের প্রতি আহবান জানানো হয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত