চাঁপাইনবাবগঞ্জ

পদ্মায় মোবাইল কোর্ট অভিযানে জাল জব্দ-জেলেকে অর্থদণ্ড

প্রকাশ : ১১ মার্চ ২০২১, ১৯:৪৯

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মা নদীতে জাটকা সংরক্ষণে মোবাইল কোর্ট অভিযান চালিয়ে প্রায় ১ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার মিটার দৈর্ঘ্যর ১৫টি কারেন্ট জাল জব্দ এবং জেলেকে অর্থদন্ড করেছে মৎস্য অধিদপ্তর

বৃহস্পতিবার (১১ মার্চ) সকাল ৯টা হতে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত সুলতানগঞ্জ ঘাট হতে উজানে আলাতুলী ইউনিয়নের রানীনগর পর্যন্ত এ অভিযান চালানো হয়।

সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মাসুদ রানা জানান, অভিযানে নদী থেকে প্রায় ১ লক্ষ টাকা মূল্যের ৫ হাজার মিটার দৈর্ঘ্যর ১৫টি কারেন্ট জাল জব্দ হয়। যা মোবাইল কোর্টের বিচারক এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট রওশনা জাহানের নির্দেশে সুলতানগঞ্জ ঘাটে প্রকাশ্যে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া নিষিদ্ধ কারেন্ট জাল দিয়ে মাছ ধরার অপরাধে রানীনগর গ্রামের জেলে মৃত আলফাজ উদ্দিনের ছেলে আব্দুল মান্নানকে (৪৫) ৫শ' টাকা অর্থদন্ড প্রদান ও আদায় করে মোবাইল কোর্ট।

তবে অভিযানে কোন জাটকা পাওয়া যায়নি বলেও জানান মৎস্য কর্মকর্তা মাসুদ রানা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত