আল জাজিরার সম্প্রচার বন্ধে রিটের গ্রহণযোগ্যতার বিপক্ষে মত ৫ অ্যামিকাস কিউরির

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২১, ০২:৫৪

সাহস ডেস্ক

বাংলাদেশে আল জাজিরার সম্প্রচারে নিষেধাজ্ঞা ও ‘অল দ্য প্রাইম মিনিস্টার্স মেন’ প্রতিবেদনটি ফেসবুক ও ইউটিউব থেকে সরানোর আদেশ চেয়ে রিট আবেদনের গ্রহণযোগ্যতার বিপক্ষে মত জানিয়েছেন পাঁচ অ্যামিকাস কিউরি।

সোমবার (১৫ ফেব্রুয়ারি) হাইকোর্টে আবেদনের শুনানি চলাকালে ছয় অ্যামিকাস কিউরির পাঁচ জন এ মত দেন।

তারা হলেন, সাবেক অ্যাটর্নি জেনারেল এ জে মোহাম্মদ আলী ও ফিদা এম কামাল, সিনিয়র আইনজীবী কামাল উল আলম, প্রবীর নিয়োগী ও ড. শাহদীন মালিক।

আবেদনকারীরা সরকারের কাছে এ বিষয়ে কোনও আইনি নোটিশ দেয়নি বলে তারা রিট আবেদনকে গ্রহণযোগ্য নয় বলে উল্লেখ করেছেন। এ মতামতের সমর্থনে তারা দেশ-বিদেশের আদালতের আইনি ও সাংবিধানিক ব্যাখ্যা এবং সিদ্ধান্ত আদালতে উপস্থাপন করেন।

অপর অ্যামিকাস কিউরি আবদুল মতিন খসরু রিট আবেদনের গ্রহণযোগ্যতা সম্পর্কে স্পষ্টভাবে কিছু বলেননি। তিনি বলেন, হাইকোর্ট যদি মনে করে যে তথ্যচিত্রটি প্রধানমন্ত্রী ও সেনাবাহিনী এবং দেশের অখণ্ডতা ও সংহতিকে আক্রমণ করেছে, তবে প্রয়োজনে এনিয়ে সরকারকে কোনও আদেশ দিতে পারেন।

অ্যামিকাস কিউরিদের মতামত শোনার পর বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লার হাইকোর্ট বেঞ্চ এ রিট আবেদনের বিষয়ে আগামী বুধবার পুনরায় শুনানির তারিখ নির্ধারণ করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত