তেঁতুলিয়ায় সীমান্তে প্রায় শতাধিক গরু আটক করেছে বিজিবি

প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২০, ১৪:৫৬

ডিজার হোসেন বাদশা
পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার সীমান্তবর্তী এলাকা থেকে পাচারের সময় প্রায় শতাধিক ভারতীয় গরু উদ্ধার করেছে বাংলাদেশ বর্ডার গার্ড পঞ্চগড় (১৮-বিজিবি)।
 
মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে উপজেলার ভজনপুর ইউনিয়নের বগলুয়া হাটি ভাঙ্গিপাড়া গ্রামের সীমান্তবর্তী নদীর পাশ থেকে গরু গুলো উদ্ধার করে ভুতিপুকুর বিওপি ক্যাম্পের সদস্যরা।
 
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের বিজিবি সদস্যরা সীমান্তবর্তী নদীর পাশ থেকে গরুগুলো উদ্ধার করে। এর আগে বিজিবির আসার ঘটনা টের পেয়ে পাচারকারীরা ভারতীয় গরুগুলো ফেলে পালিয়ে যায়। 
 
পঞ্চগড় ১৮ বিজিব ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল খন্দকার আনিসুর রহমান জানান, আনুমানিক ভাবে ধারণা করা হচ্ছে ৬০ থেকে ৭০ টি গরু হবে। তবে গরুর সংখ্যা আরো বেশীও হতে পারে।
 
এদিকে বিজিবি গরুগুলোকে ভারতীয় বললেও স্থানীয়রা জানান, গরুগুলো এলাকাবাসীর।
 
ভজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মকছেদ আলী জানান, এ মুহুর্তে গরুর সঠিক সংখ্যা বলা যাচ্ছে না। তবে জানাগেছে এসব ভারতীয় গরু। এ সংবাদ লেখা পর্যন্ত সীমান্ত এলাকায় বিজিবির অবস্থান জোরদার করা হয়েছে এবং গরুগুলোকে ক্যাম্পে নেয়ার প্রস্তুতি চলছে।
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত