স্বাস্থ্যের সাবেক ডিজি আবুল কালাম আজাদের চুক্তি বাতিল

প্রকাশ : ২৩ জুলাই ২০২০, ১৯:১৯

সাহস ডেস্ক

স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. মোহাম্মদ আবুল কালাম আজাদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এই আদেশের মধ্যদিয়ে ২১ জুলাই থেকে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদে চুক্তিভিত্তিক নিয়োগ শেষ হলো।

বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত আদেশ জারি করে। সমালোচনার মুখে থাকা আবুল কালাম আজাদ গত ২১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।

চুক্তি বাতিলের আদেশে বলা হয়, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালকের পদে চুক্তিভিত্তিক নিয়োজিত কর্মকর্তা অধ্যাপক ডা. আবুল কালাম আজাদের আবেদনের পরিপ্রেক্ষিতে তার সঙ্গে সরকারের সম্পাদিত চুক্তির অনুচ্ছেদ-৭ অনুযায়ী গত ২১ জুলাই থেকে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হলো।

এর আগে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক পদে দুই বছরের চুক্তিতে নিয়োগ দেয় সরকার। করোনার সময় স্বাস্থ্য অধিদফতরের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে জনমনে প্রশ্ন দেখা দেয়। এ পর্যায়ে অধিদফতরের কর্মকাণ্ডে বিব্রত অবস্থায় পড়ে সরকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত