ঢামেকে রিজেন্ট চেয়ারম্যান সাহেদ করিম

প্রকাশ : ১৫ জুলাই ২০২০, ১৮:১৭

সাহস ডেস্ক

করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট দেওয়াসহ নানা ভয়াবহ প্রতারণার দায়ে অভিযুক্ত প্রধান আসামি রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদ করিমকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে।

বুধবার (১৫ জুলাই) সাড়ে ৫টার দিকে র‍্যাব সদস্যরা তাকে ঢামেকে নিয়ে আসেন। হাসপাতালের জরুরি বিভাগের চার নম্বর কক্ষে চিকিৎসকরা তাকে পরীক্ষা-নিরীক্ষা করছেন।

একজন র‌্যাব কর্মকর্তা জানান, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে আনা হয়েছে। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পরে তাকে আবার নিয়ে যাওয়া হবে।

এর আগে বুধবার (১৫ জুলাই) ভোর ৫টা ১০ মিনিটে সাতক্ষীরার দেবহাটা থানার কামালপুর গ্রামে লবঙ্গবতী খালের পাশে ইছামতী নদী থেকে র‍্যাবের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে সাহেদকে। পলাতক অবস্থায় বেশভূষা পরিবর্তন করেন তিনি। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের চোখ ফাঁকি দিতে তার চুল সাদা থাকলেও কালো কন এবং গোঁফ কেটে ফেলেন। এরপর বোরকা পরে পালানোর চোষ্টা করেছিলেন। তার কাছ একটি একটি বিদেশি পিস্তলও উদ্দার করেছে র‍্যাব।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত