বনানী-মহাখালীতে ১২ ঘণ্টা গ্যাস বন্ধ

প্রকাশ : ১২ জুলাই ২০২০, ১৩:৩০

সাহস ডেস্ক

রাজধানীর শহীদ তাজউদ্দীন অ্যাভিনিউয়ের উভয় পাশের এলাকা, মহাখালী ডিওএইচএস, পূর্ব নাখালপাড়া, ঢাকা ক্যান্টনমেন্ট আবাসিক এলাকা, বনানী ও আশেপাশের এলাকায় ১২ ঘণ্টার জন্য গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে।

রবিবার (১২ জুলাই) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত এই অঞ্চলে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে তিতাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে রুট অ্যালাইনমেন্টের মধ্যে থাকা পাইপলাইনগুলো প্রতিস্থাপন বা অপসারণ প্রকল্পের দ্বিতীয় ট্র্যাঞ্চের কাজ চলছে। এর প্রথম পর্যায়ে বনানী রেলস্টেশন থেকে মহাখালী বাস টার্মিনাল পর্যন্ত গ্যাস পাইপলাইন স্থানান্তর ও গ্রাহক সংযোগ প্রতিস্থাপন করা হবে। এজন্য ওইসব এলাকার বাণিজ্যিক, সিএনজি ও আবাসিক শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

তিতাসের জনসংযোগ শাখার ব্যবস্থাপক মির্জা মাহবুব হোসেন বলেন, গত ৭ জুলায় এই লাইনের গ্যাস বন্ধ করে একটি ২৪ ইঞ্চি লাইনে ‘টাই-ইন’ কাজ করার চেষ্টা করা হয়েছিল। কিন্তু সেদিন কাজ সম্পন্ন না হওয়ায় আজ আবার চেষ্টা করা হচ্ছে। গত ৭ জুলাই থেকে আরও বেশি সময় নিয়ে আজকে সংস্কার করা লাইনটির যথার্থতা যাচাই করা হচ্ছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত