করোনায় বাংলাদেশ ব্যাংকের উপদেষ্টার মৃত্যু

প্রকাশ : ২৭ জুন ২০২০, ০২:১৮

সাহস ডেস্ক

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে বাংলাদেশ ব্যাংকের পরিবর্তন ব্যবস্থাপনা উপদেষ্টা (চেঞ্জ ম্যানেজমেন্ট অ্যাডভাইজর) ও সাবেক ডেপুটি গভর্নর আল্লাহ মালিক কাজেমী মারা গেছেন। এ তথ্য নিশ্চিত করেছেন নিশ্চিত করেছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম।

শুক্রবার (২৬ জুন) বিকেল ৫টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

সিরাজুল ইসলাম বলেন, আল্লাহ মালিক কাজেমী কয়েকদিন আগে অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। সেখানে পরীক্ষা করে তার কোভিড-১৯ পজিটিভ এসেছে।

১৯৭৬ সালে প্রথম শ্রেণির কর্মকর্তা হিসেবে বাংলাদেশ ব্যাংকে যোগদান করার পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহ মালিক কাজেমী নিরলসভাবে বাংলাদেশ ব্যাংক তথা দেশের আর্থিক খাতের উন্নয়নে অসামান্য অবদান রেখে গেছেন। 

তার মৃত্যুতে শুধু বাংলাদেশ ব্যাংকে শোকের ছায়া নেমে এসেছে। তিনি ফরেন এক্সচেঞ্জ পলিসি, ব্যাংকিং পলিসি, ইনভেস্টমেন্ট পলিসি, মানিটারি পলিসি, রেট এক্সচেঞ্জ পলিসিসগ বাংলাদেশ ব্যাংকের প্রায় সব বিষয়ে অভিজ্ঞ ছিলেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত