করোনাভাইরাসে আক্রান্ত যমুনা গ্রুপের চেয়ারম্যান

প্রকাশ : ১৯ জুন ২০২০, ১১:২৯

সাহস ডেস্ক

দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি এভার কেয়ার (সাবেক অ্যাপোলো) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (১৯ জুন) ঢাকা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেছেন বাবুলের স্ত্রী ও জাতীয় পার্টির সাংসদ সালমা ইসলাম।

জানা গেছে, গত রবিবার ( ১৪ জুন) অফিস করার সময় নুরুল ইসলাম বাবুল হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তারপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার (১৫ জুন) বাবুলের করোনাভাইরাস পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। তবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির আগে দুবার তার করোনা টেস্ট করা হয়েছিল। তবে দুবারই ফলাফল নেগেটিভ এসেছিল।

উল্লেখ্য, যমুনা গ্রুপ দেশের অন্যতম বড় শিল্পগোষ্ঠী যমুনার রয়েছে টেক্সটাইল মিল, কেমিক্যাল, লেদার, মোটরসাইকেল, কনজিউমার, গণমাধ্যম ও বিজ্ঞাপন সংস্থার ব্যবসা।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত