কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে দুই রোহিঙ্গা করোনাভাইরাসে আক্রান্ত

প্রকাশ : ১৪ মে ২০২০, ২২:২৪

সাহস ডেস্ক

কক্সবাজারের ক্যাম্পে বসবাসরত দুই রোহিঙ্গা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে। তাদের একজন কুতুপালং এবং অপরজন ১ই ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে। আক্রান্ত দুই রোহিঙ্গাকে আইসোলেশনে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ এবং ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার।

কক্সবাজারের সিভিল সার্জন মাহবুবুর রহমান জানান, কক্সবাজারের ল্যাবে নতুন পরীক্ষা করা ১৮৬ জনের মধ্যে ১২ ব্যক্তির দেহে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে। এর মধ্যে দুই জন রোহিঙ্গা রয়েছে।

সিভিল সার্জন জানান, গত ৪৩ দিনে মোট তিন হাজার ৩৬৩ জনের নমুনা পরীক্ষা করা হয় কক্সবাজার মেডিকেল কলেজে স্থাপিত ল্যাবে। তার মধ্যে ১৪৫ জনের রিপোর্ট করোনাভাইরাস পজিটিভ পাওয়া গিয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত