চাঁপাইনবাবগঞ্জে দেড় হাজার পরিবারে ৮ম দফায় চাল বিতরণ

প্রকাশ : ৩০ এপ্রিল ২০২০, ১৪:৪২

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১৫টি ওয়ার্ডে করোনায় ক্ষতিগ্রস্থ দেড় হাজার পরিবারের মাঝে ৮ম দফায় সরকারী সাহায্য হিসেবে প্রাপ্ত চাল বিতরণ করেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকালে পৌর ভবনে পরিবার প্রতি ১০ কেজি করে চাল বিতরণ শুরু করা হয়।

এসময় উপস্থিত ছিলেন মেয়র নজরুল ইসলাম, ত্রাণ বিতরণ কমিটি আহব্বায়ক কাউন্সিলর জিয়াউর রহমান আরমান, সদস্য কাউন্সিলর আব্দুল বারেক, এনামুল হক, সদস্য সচিব গোলাম ফারুক, ট্যাগ অফিসারের প্রতিনিধি উপসহকারী কৃষি কর্মকর্তা আমানুল্লাহসহ অনান্য কাউন্সিলর ও সংশ্লিষ্টরা।

পৌর ত্রাণ বিতরণ কমিটির আহ্বায়ক জানান, ‘ইতিমধ্যে ৭টি ধাপে পৌর এলাকায় সরকারী সাহায়্যের (জিআর চাল) ৮৭ টন চাল ৮ হাজার ৭০০ পরিবারের মাঝে বিতরণ সম্পন্ন হয়েছে। এই ১৫ টন বিতরণ শুরু হয়েছে। এছাড়া ৫ দফায় ২ হাজার ৫১৫ পরিবারের মাঝে সরকারী সাহায্য হিসেবে প্রাপ্ত নগদ টাকা (জিআর ক্যাশ ও শিশুখাদ্য বাবদ প্রাপ্ত ক্যাশ) থেকে খাদ্যপণ্য কিনে বিতরণ করা হয়েছে।’

আহ্বায়ক আরও বলেন, ‘সব মিলিয়ে এখন পর্যন্ত পৌর এলাকায় ১২ হাজার ৭১৫ পরিবার পৌরসভার মাধ্যমে একবার করে ত্রাণের আওতায় এসেছে। পরবর্তী ধাপে ত্রাণ প্রদানের জন্য তালিকা জমা দেয়া হয়েছে। বরাদ্দ পেলে বিতরণ করা হবে।’

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত