দুই ডাক্তার, পাঁচ নার্স ও দুই কর্মী করোনা আক্রান্ত, হাসপাতাল লকডাউন

প্রকাশ : ১৫ এপ্রিল ২০২০, ০২:৩৯

সাহস ডেস্ক

রাজধানীর মগবাজারের ইনসাফ বারাকা কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের দুই ডাক্তার, পাঁচ জন নার্স ও দুই কর্মী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। ফলে হাসপাতালটিকে লকডাউন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ এপ্রিল) হাসপাতালটি লকডাউন করা হয় বলে নিশ্চিত করেছেন হাতিরঝিল থানার পরিদর্শক (অপারেশন) গোলাম আজম।

তিনি বলেন, ধারণা করা হচ্ছে ওই নয়জন হাসপাতালের জরুরি বিভাগ থেকে করোনায় আক্রান্ত হয়েছেন। 

হাসপাতালটির জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব আকন্দ বলেন, হাসপাতালের জরুরি বিভাগে সর্দি-জ্বর-কাশির রোগীদের চিকিৎসা দেওয়া হতো।  ওই বিভাগের  দুই চিকিৎসক করোনাভাইরাসে আক্রান্ত হন।  পরে নার্স ও কয়েকজন কর্মীর টেস্ট করলে তাদেরও করোনা ধরা পড়ে।

সোহরাব আকন্দ আরও বলেন, সোমবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে তাদের পরীক্ষা করা হয়।  রাতে রিপোর্ট পাওয়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় এবং জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানকে (আইইডিসিআর) জানানো হয়।  তারা হাসপাতাল লকডাউনের পরামর্শ দেয়। হাসপাতালে বর্তমানে কোনো রোগী নেই।  এছাড়া স্বাস্থ্যসেবাও বন্ধ রয়েছে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত