শাহজালালে ৬৮ কেজি স্বর্ণ উদ্ধার

প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০১৯, ১৪:৩৮

সাহস ডেস্ক

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাস্টমস ভিলেজ ওয়ারহাউজে থাকা একটি কাঠের বাক্স থেকে ৬৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে। গত এক বছরে বিমানবন্দরে আটক হওয়া এটি সবচেয়ে বড় চালান।

শনিবার (২৮ ডিসেম্বর) রাত ১০টার দিকে ৬৪টি স্বর্ণবার উদ্ধার করে ঢাকা কাস্টমস হাউস।

সিঙ্গাপুর থেকে শুক্রবার একটি ফ্লাইটে করে ৩২ কোটি টাকা সমমূল্যের এ স্বর্ণের চালানটি আসে।

ঢাকা কাস্টমস প্রিভেনটিভ টিমের সহকারী কমিশনার সুলাইমান সাঈফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই ও মিথ্যা ঘোষণায় আসা চালানটি আমরা আটক করতে সক্ষম হয়েছি।

অবৈধ স্বর্ণ আমদানির পেছনে কারা সংশ্লিষ্ট এ বিষয়ে তদন্ত করা হবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত