রামগতিতে গুচ্ছগ্রাম প্রকল্প এলাকা পরিদর্শনে ভূমি মন্ত্রী

প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০১৯, ১৭:৩২

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাবার পর ১৯৭২ এর ২০ ফেব্রুয়ারি ঢাকার বাহিরে প্রথম লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার চর পোড়াগাছা পরিদর্শনে আসেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজ হাতে ওড়া-কোদাল নিয়ে মাটি কেটে চরের মধ্যে ৭০’র প্রলয়ংরী ঘূর্নিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষ ও মানুষের পশু-সম্পদের নুন্যতম আশ্রয়ের নিমিত্তে দেশের প্রথম স্বেচ্ছাশ্রমে মাটির কিল্লা নির্মাণ করেন। যা শেখের কিল্লা বা মুজিব কিল্লা নামে সু-পরিচিত।

সেই ঐতিহাসিক স্থান ও স্মৃতি সুরক্ষার লক্ষ্যে সরকার শিক্ষা, স্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি, সংস্কৃতির চর্চার বহুবিধ সুবিধা সম্বলিত কমপ্লেক্স নির্মানের উদ্যোগ গ্রহণ করেছে।

এ লক্ষ্যে ১৮ ডিসেম্বর (বুধবার) দুপুরে হেলিকপ্টার যোগে মুজিব কিল্লা নির্মানের নির্ধারিত স্থান পরিদর্শনে আসেন ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী।

পরিদর্শন শেষে মন্ত্রী স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভায় মিলিত হন। এছাড়াও রামগতি উপজেলা আওয়ামীলীগের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর-৩ সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা একেএম শাহাজাহান কামাল এমপি, লক্ষ্মীপুর-৪ সংসদ সদস্য মেজর (অব:) আবদুল মান্নান এমপি, ভূমি মন্ত্রণালয়ের সচিব মো: মাকছুদুর রহমান পাটওয়ারী, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল, পুলিশ সুপার আ হ ম কামরুজ্জামান, উপজেলা চেয়ারম্যান শরাফ উদ্দিন আজাদ সোহেল, উপজেলা নির্বাহী অফিসার মো: আব্দুল মোমিন, পৌর মেয়র এম মেজবাহ উদ্দিন, সহকারী কমিশনার (ভূমি) সুচিত্র রঞ্জন দাস, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), এটিএম আরিচুল হক, উপজেলা আ’লীগ ভারপ্রাপ্ত সভাপতি আবদুল ওয়াহেদ মুরাদ, সাধারন সম্পাদক আবদুল ওয়াহেদ প্রমূখ।

এর আগে গত ২১ নভেম্বর (বৃহস্পতিবার) সকালে চর পোড়াগাছা ইউনিয়নে জাতির পিতার স্মৃতি বিজড়িত স্থান পরিদর্শন করেন ভূমি মন্ত্রনালয়ের অধীন গুচ্ছগ্রাম উন্নয়ন প্রকল্প (সিভিআরপি) ২য় পর্যায় প্রকল্পের জাতীয় প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব জাবেদ আহমেদ, অতিরিক্ত প্রকল্প পরিচালক (প্রশাসন ও অর্থ) ড: এম অলি উল্লা (উপ-সচিব), প্রকল্প প্রকৌশলী মো: মোয়াজ্জেম হোসেন ভূঞা।

উল্লেখ্য, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আগমনের পর থেকে উক্ত স্থানটি স্থানীয়ভাবে ‘শেখের কিল্লা’ নামে পরিচিতি লাভ করেছে। উক্ত স্থানটি রামগতি-সোনাপুর আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত হলেও এখানে কোন স্মৃতি চিহ্ন বা স্তম্ভ না থাকায় ২০১৭ সালে বে-সরকারী সংস্থা ‘র্ডপ’ ‘শেখের কিল্লা’ স্তম্ভ নির্মাণ করে। দীর্ঘ ৪৫ বছর পর একটি মাইল ফলক নির্মাণ করেছে যা সকলের সৃষ্টি আকর্ষণ করছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পদধুলিত রামগতির পোড়াগাছায় ৬০০ একর খাস জমিতে ২১০টি নদী ভাঙ্গা পরিবারকে পুনর্বাসনের জন্য দেশের প্রথম ‘গুচ্ছগ্রাম’ প্রতিষ্ঠা হয়েছে। আগামী প্রজন্মের কথা চিন্তা করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের বাংলাদেশ বিনির্মাণে তাঁর স্মৃতি বিজড়িত স্থান রামগতি উপজেলার পোড়াগাছার ‘শেখের কিল্লা’ নামক স্থানটিকে স্মরণীয় করে রাখতে এখানে একটি আকর্ষনীয় স্মৃতি স্তম্ভ নির্মাণ করার উদ্যোগ নিয়েছে সরকার।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত