রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধা, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর দুঃখপ্রকাশ

প্রকাশ : ১৭ ডিসেম্বর ২০১৯, ১৩:৪৪

সাহস ডেস্ক

ভুলের পরিমাণ বেশি হলে রাজাকারের তালিকা প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন,  ভুলের পরিমাণ কম হলে ভুলবশত যাদের নাম এ তালিকায় এসেছে, সেগুলো প্রত্যাহার করা হবে।

মঙ্গলবার (১৭ ডিসেম্বর) শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা অডিটোরিয়ামে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

রাজাকারের তালিকায় মুক্তিযোদ্ধাদের নাম আসায় দুঃখপ্রকাশ করে মন্ত্রী বলেন, ভুলের দায় আমরা এড়াতে পারি না। যেসব অভিযোগ পাব, যাচাই করে সেসব নাম প্রত্যাহার করে নেয়া হবে। আগামীতে তালিকা প্রকাশের আগে যাচাই-বাছাই করে পরে প্রকাশ করা হবে।

তিনি বলেন, তালিকাটি আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছ থেকে নিয়েছি। আমরা শুধু তালিকাটি প্রকাশ করেছি মাত্র। তবে তালিকায় যে ভুলগুলো আছে, আমরা তা পরবর্তীতে সংশোধন করে নেব। অনিচ্ছাকৃত এ ভুলের জন্য আমি দুঃখ প্রকাশ করছি।

মহান বিজয় দিবসের আগের দিন রোববার (১৫ ডিসেম্বর) বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতাকারী ১০ হাজার ৭৮৯ রাজাকারের তালিকা প্রকাশ করেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। সচিবালয় সংলগ্ন সরকারি পরিবহন পুল ভবনের ৬ তলায় মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তালিকা ঘোষণা করেন তিনি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত