বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী অনুষ্ঠানে থাকবেন মোদি, প্রণব ও সোনিয়া

প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০১৯, ১১:৪৯

সাহস ডেস্ক

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি ও কংগ্রেসপ্রধান সোনিয়া গান্ধী যোগ দিতে পারেন বলে আশা করা যাচ্ছে।

শুক্রবার (৬ ডিসেম্বর) একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি জাতীয় জাদুঘরে বাংলাদেশকে ভারতের স্বীকৃতির ৪৮তম বার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘মুক্তিযুদ্ধে ভারতের অবদান ও বাংলাদেশ-ভারত সম্পর্ক’ শীর্ষক আলোচনা সভায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন এ তথ্য জানান।

পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন বলেন, আমাদের দুই দেশের সরকারপ্রধানদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে, তা বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্ককে নিঃসন্দেহে আরও অনেক বেশি শক্তিশালী করেছে। আমরা আশাবাদী যে ভবিষ্যতে আমাদের এ সম্পর্ক ক্রমান্বয়ে নিবিড়তর হবে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার রীভা গাঙ্গুলী দাস ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও অন্য আমন্ত্রিত অতিথিরা বক্তৃতা করেন।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত