সদরঘাট থেকে নৌ চলাচল শুরু

প্রকাশ : ১১ নভেম্বর ২০১৯, ১১:১২

সাহস ডেস্ক

ঘূর্ণিঝড় বুলবুলের জন্য সারাদেশে বৈরি আবহাওয়ার কারণে প্রায় তিন দিন বন্ধ থাকার পর সদরঘাট থেকে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু করেছে দেশের দক্ষিণাঞ্চলের রুটগুলোতে।

শুক্রবার (৮ নভেম্বর) থেকে সদরঘাট থেকে সব ধরনের নৌযান চলাচল বন্ধ ছিল। আবহাওয়া অনুকূলে আসায় আজ সোমবার সকাল ৬টায় সারা দেশের অভ্যন্তরীণ নৌরুটে লঞ্চসহ সব ধরনের নৌযান চলাচল শুরু হয়।

গতকাল বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) বরাত দিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. জাহাঙ্গীর আলম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ থেকে নৌযান চলাচল করার তথ্য জানানো হয়।

চলাচলের অনুমতি পেয়ে সোমবার (১১ নভেম্বর) সকাল ছয়টা থেকে ঢাকা সদরঘাট থেকে যাত্রী নিয়ে লঞ্চগুলো বিভিন্ন এলাকার উদ্দেশে ছেড়ে যায়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত