দিল্লিতে মোদীর আপ্যায়ন যেমন ছিল

প্রকাশ : ০৬ অক্টোবর ২০১৯, ১৪:৩৮

শেষ যেবার মমতা ব্যানার্জি বাংলাদেশে এসেছিলেন সেবার তাকে আপ্যায়ন করা হয়েছিল ইলিশসহ নানা পদের বাংলা খাবার দিয়ে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বেলায়ও ঘটেছিল একই ঘটনা। 

চার দিনের রাষ্ট্রীয় সফরে এই মুহুর্তে ভারতের দিল্লিতে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেও তিনি আপ্যায়ন পাচ্ছেন রাজকীয় ভাবেই। 

শুরুটা হয়েছে দিল্লীর বিখ্যাত দহি ভল্লা পাপড়ি চাট আর বাংলার মোচার চপে। তারপর একে একে রাজমা-চালমগজের গলৌটি, কড়াই সব্জি, নরম আঁচে রাঁধা গ্রেভিতে মাশরুম ভরা বড়া, মটরশুঁটির ধোঁকার ডালনা, বেগুন আর পটল ভাজা, শাহি ডুঙ্গরি ডাল সহযোগে নানা প্রকার রুটি এবং বাদশাহি পোলাও।

শেষে মিষ্টান্ন হিসেবে এসেছে ছানার মালপোয়া, গুড়ের মিষ্টি দই, মাখা সন্দেশ আর বিভিন্ন ধরনের ফল। এসব দিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপ্যায়ন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমাদের প্রধানমন্ত্রী মাছে-ভাতে বাঙ্গালী হলেও দুপুরের মধ্যান্যভোষী নিরামিষি মোদী রাখেননি আমিষের কোনো পদ।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত