ঝুঁকিপূর্ণ কোনো মণ্ডপের তথ্য আমরা পাইনি: ডিএমপি কমিশনার

প্রকাশ : ০৩ অক্টোবর ২০১৯, ১৫:১৮

সাহস ডেস্ক

দুর্গাপূজাকে ঘিরে সহিংসতার কোনো গোয়েন্দা তথ্য নেই বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ-ডিএমপি। তবুও যে কোনো পরিস্থিতি সামাল দেওয়ার মতো পর্যাপ্ত প্রস্তুতি রেখেছে সংস্থাটি।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) রাজধানীর ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে এসে এ কথা বলেছেন ঢাকার পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম।

মো. শফিকুল ইসলাম বলেন, "পূজাকে কেন্দ্র করে কোনো সহিংস ঘটনার তথ্য আমাদের কাছে নেই। ঝুঁকিপূর্ণ কোনো মণ্ডপের তথ্য আমরা পাইনি।"

ডিএমপি কমিশনার বলেন, "কোনো হামলার আশঙ্কা যদিও নেই, তবে হামলা হলে যথেষ্ট প্রস্তুতি রয়েছে আমাদের।"

পূজার সময় নিরাপত্তা নিশ্চিতে ঢাকার সব পুলিশ লাইনের পাশাপাশি আলাদা পুলিশও প্রস্তুত রাখা হয়েছে বলে জানান তিনি।

এবার রাজধানীর ২৩৭টি পূজা অনুষ্ঠিত হবে, যার মধ্যে চারটি পারিবারিক। ২৩৩টি পূজার মধ্যে ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মিশন, বনানী ও কলবাগানের সার্বজনীন দূর্গাপূজাকে ‘বিশেষ’ শ্রেণিভুক্ত করেছে ডিএমপি।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত