সড়ক নিরাপত্তা আইন সংসদে পাঠানো হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ২৫ সেপ্টেম্বর ২০১৯, ১৬:৪৬

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সড়ক নিরাপত্তা আইন সংসদে পাস হয়েছিল। সেটা আবারও কিছু সংশোধনীর মাধ্যমে সংসদে পাঠানো হবে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ‘সড়ক পরিবহন আইন-২০১৮’-এর প্রায়োগিক দিক নিয়ে মতামত প্রদান সংক্রান্ত কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের পার্শ্ববর্তী দেশগুলোতে এই আইন কীভাবে প্রয়োগ করা হচ্ছে, আইনে কী আছে, সেগুলো আমরা দেখেছি, বিশ্লেষণ করেছি, শাস্তি হবে কী হবে না সেটা আমাদের সড়ক নিরাপত্তা কাউন্সিলের ব্যাপার। আমরা শুধু সুপারিশ করবো। সেগুলো আবারও সংসদে নিয়ে পাস করাতে হবে।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত