গডফাদার গ্র্যান্ডফাদার বুঝিনা, অপরাধ করলে শাস্তি পেতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০১৯, ১৪:৫২

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, অপরাধীরা কে কোথায় আছে সেটি বড় কথা নয়, বড় কথা হলো কে কতটুকু অপরাধ করেছে। চুনোপুঁটি-রাঘববোয়াল বলতে কিছু বুঝি না। যারা অপরাধ করবে তারেদকেই শাস্তি পেতে হবে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সচিবালয়ে নিজ সভাকক্ষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, যেখান থেকেই তথ্য আসছে সেই তথ্যের ভিত্তিতে আমাদের গোয়েন্দা সংস্থা কাজ করছে। গডফাদার বা গ্র্যান্ডফাদার বলতে আমরা কাউকে চিনি না। অপরাধ যে করবে তাকেই শাস্তি পেতে হবে।

অপরাধীরা দেশের বাইরে চলে যেতে পারেন, সেজন্য বিমানবন্দরে রেড অ্যালার্ট জারি করবেন কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন- রেড অ্যালার্ট জারি করার মতো পরিবেশ সৃষ্টি হয়নি। ইমিগ্রেশনে সবসময় অপরাধীদের একটি তালিকা থাকে যেন তারা পালিয়ে না যেতে পারে। এটি চলমান প্রক্রিয়া। অপরাধ করলে শাস্তি তাকে পেতেই হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনপ্রিয়তা অর্জনের জন্য এই অভিযান পরিচালনা হচ্ছে কিনা এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রীর জনপ্রিয়তার কোনও ঘাটতি নেই। উনি সুশাসন প্রতিষ্ঠানের নির্দেশনা দিচ্ছেন, জনপ্রিয়তা অর্জনে নয়।

  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত